সুন্দরবনের শিবসা নদীতে ১ হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্টের কাঁচামাল) বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায় এমভি গারেহেরা-৪ নামের ওই লাইটার জাহাজটি তলা ফেটে নদীতে ডুবে যায়।
উপজেলার নলিয়ান নৌ থানা পুলিশের পরিদর্শক তারক চন্দ্র নাথ বলেন, এমভি গারেহেরা-৪ নামক লাইটার জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল সেখানে গিয়ে জাহাজটির নাবিকদের উদ্ধার করে। শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
জাহাজটি ভারতের ভজভজ এলাকা থেকে ১৪২২ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ (সিমেন্টের কাঁচামাল) বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ