সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন বর্জনের লক্ষ্যে গণসংযোগ ও প্রচার পালনে আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করে দলটি। এ ছাড়াও নির্বাচন বাতিল ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে দলটি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কর্মসূচির কথা জানানো হয়।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বাইতুল মোকাররম মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দমন পীড়ন চালিয়ে আওয়ামী লীগ তার পতন ঠেকাতে পারবে না। ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশি বাধা ও মারমুখী আচরণ সংবিধান ও মানবাধিকার বিরোধী।
‘জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে’ পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে এক সমাবেশ হয়।
স্মারকলিপি প্রদান পূর্ব জমায়েতে ইউনুছ আহমাদ বলেন, সরকারের বিরুদ্ধে সৃষ্ট জনতার রুদ্ররোষ পুলিশ দিয়ে রক্ষা হবে না। জনগণের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার পরিণতি সুখকর হয় না। উন্নয়নের জিকির তুলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ