ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

বিডিআর বিদ্রোহ মামলা: সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:২৩
সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ সাইদুর রহমান (৫৭) নামে এক কয়েদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেলে নিয়ে আসা কারারক্ষী সিদ্দিকুর রহমান বলেন, কারাগারে সাইদুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সাইদুর রহমান বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। তিনি মৃত হাবিবুর রহমানের ছেলে। তার পূর্ণাঙ্গ ঠিকানা আমাদের জানা নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ