সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ ও মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়াকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহ-সাধারণ সম্পাদক জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, নাহিদুজ্জামান শিপন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক রুবেল আহমেদ।
এছাড়া বাঙলা কলেজ ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ওমর, ইডেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আওয়াল জোয়ার্দার, যুগ্ম-সম্পাদক আল মিরাজ, মো. আল-আমিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক, শরিফুল ইসলাম, ছাত্রনেতা শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ