ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

মেরাদিয়ায় যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:০৫

রাজধানীর মেরাদিয়া এলাকায় রবরব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফলে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মেরাদিয়া হাটের সামনে বাগানবাড়ি এলাকায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

তিনি ঢাকা মেইলকে বলেন, দুই যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এছাড়াও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, বাসটি মেরাদিয়া হাটের সামনে বাগানবাড়ি এলাকায় যাত্রী নেওয়ার জন্য থেমেছিল। দুই যুবক যাত্রীবেশে উঠেছিল। তারা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দ্রুত নেমে যায়। এর আগে তারা মোটরসাইকেলে এসে বাসটিতে যাত্রী বেশে ওঠে। তবে তাদের আটক করা যায়নি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ