শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২১

প্রকাশনার সময়: ১৩ ডিসেম্বর ২০২৩, ২৩:২০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৮
ছবি : সংগৃহীত

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। নিহত সিফাত হোসেন (২৫) সোনাইমুড়ী আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৩৯১) ওই এলাকা অতিক্রম করেছিল। ওই সময়ে একই অভিমুখে খোলা ট্রাক্টরে একটি এস্কেভেটর নেওয়া হচ্ছিল। এ সময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এস্কেভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায় ও চালকের বাম পা থেঁতলে যায়। আহত হন আরও ২০ যাত্রী।

লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূইয়া বলেন, আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ