ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

এহসান নিয়ে প্রশ্নকারি মুনাফেক : কুয়াকাটা হুজুর

প্রকাশনার সময়: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭

পিরোজপুরের এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান গ্রেফতার হওয়ার পর পরই কুয়াকাট হুজুর হিসেবে পরিচিত মাওলানা মো. হাফিজুর রহমান সিদ্দিকের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আমাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসলে এহসান নিয়ে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলে মুনাফেক! ভাইরাল হওয়া ভিডিওতে বলছিলেন মাওলানা মো. হাফিজুর রহমান সিদ্দিক।

হাফিজুর রহমান সিদ্দিক বলেন, ‘জনসাধারণের সেবামূলক প্রতিষ্ঠান এই এহসান গ্রুপ পিরোজপুর-বাংলাদেশ। এহসান গ্রুপ নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। এরপরও অনেকে এহসান গ্রুপ নিয়ে বিরূপ মন্তব্য করবে। তাদের মন্তব্য নিয়ে আমরা সময় নষ্ট করতে রাজি না। আমি নিজে এহসান পরিবারের একজন সদস্য, আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু আছে ঘাড় ত্যাড়া সেটা সোজা হবে না।’

এহসান গ্রুপের সুদবিহীন ‘শরিয়তসম্মত’ ব্যবসার প্রসঙ্গটি তুলে হাফিজুর রহমান সিদ্দিক বলেন, ‘গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদ খাওয়া। আল্লাহ আমাদের এই গুনাহ থেকে হেফাজত করুন। আর এই গুনাহ থেকে হেফাজতের জন্য আমার বন্ধু, আমার কলিজা মুফতি রাগীব আহসান এই সেবামূলক প্রতিষ্ঠান চালু করেছেন। এহসান গ্রুপ শুধু পিরোজপুরের জন্য নয়, গোটা জগতের জন্য রহমত।’

উল্লেখ্য, সুদবিহীন ‘শরিয়াহসম্মত’ ব্যবসার নামে বিপুল গ্রাহকের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এহসান গ্রুপ পিরোজপুর-বাংলাদেশের বিরুদ্ধে।

সেই অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাগীব আহসান এবং তার এক সহযোগীকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার ব্রিফিংয়ে র‌্যাব জানায়, ব্যবসার নামে বিভিন্নভাবে প্রতারণা চালিয়ে আসছিলেন এই রাগীব আহসান ।

এর আগেই কুয়াকাটার আলোচিত এই মাওলানা এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রশংসা করেছিলেন। যা এ মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল। অনেককেই বিস্মিত করেছে বিষয়টি।

তবে অনেকেই এই আলেমের পক্ষে কথা বলেছেন। তারা বলেছেন, এহসান গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা মাওলানা মো. হাফিজুর রহমান সিদ্দিক জানতেন না। তিনি ওই গ্রুপের উদ্যোগে হওয়া সামাজিক ও ধর্মীয় কাজের প্রশংসা করেছিলেন। ব্যবসার নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি ওই মাহফিলের আগে উঠলে হয়তো তিনি তাদের দাওয়াত গ্রহণ করতেন না। শুধু হাফিজুর রহমান নন, ওই মাহফিলে দেশবরেণ্য আরও অনেক আলেম অংশ নিয়েছিলেন। তাদেরকে নিয়ে তো সমালোচনা হচ্ছে না।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ