সম্প্রতি দেখা গেছে দেশের কয়েকটি হাসপাতালে জরুরি চিকিৎসা দিতে বিভিন্ন কারণে অস্বীকৃতি জানান। এর প্রেক্ষিতে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি আদেশে বলা হয়েছে, জরুরি চিকিৎসাসেবা দিতে কোনো হাসপাতাল অসম্মতি জ্ঞাপন করতে পারবে না।
সুযোগ থাকা সত্ত্বেও অনেক সময় হাসপাতাল কর্তৃপক্ষ বলে থাকে, সব রোগীকেই চিকিৎসা দিতে বাধ্য নয় তারা। অতীতের এমন কয়েকটি ঘটনা একত্র করে হাইকোর্টে রিট দায়ের করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট এবং একাডেমি অব ল অ্যান্ড পলিসি। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম।
হাইকোর্টের আদেশে বলা হয়েছে, যদি কোনো হাসপাতালে রোগীর জন্য প্রয়োজনীয় জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা না থাকে তাহলে যথাযথ দায়ত্ব নিয়ে ওই রোগীকে নিকটস্থ অন্য হাসপাতালে পাঠাতে হবে। কিন্তু কোনোভাবেই দায়িত্ব এড়ানো যাবে না।
আদেশে আরও বলা হয়েছে, দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের একটি তালিকা প্রস্তুত করে তা আদালতে দাখিল করতে হবে। জরুরি চিকিৎসাসেবা বিভাগ রয়েছে এমন হাসপাতাল ও ক্লিনিকগুলোর পৃথক তালিকা এবং সেগুলোর জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের বর্তমান অবস্থার বিস্তারিত বিবরণসহ তালিকাটি প্রস্তুত করে আগামী তিন মাসের মধ্যে দাখিল করতে হবে।
এর পাশাপাশি ‘অসুস্থ ব্যক্তিকে জরুরি স্বাস্থ্যসেবা দিতে অসম্মতি জ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না’-এই মর্মে রিটের জবাব দিতে বলা হয়েছে।
আগামী ৪ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনকে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ