ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

হাইকোর্টে ফখরুলের জামিন আবেদন

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৬

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (০৩ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তিনি। বিএনপি মহাসচিবের আনইজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে গত ২২শে নভেম্বর একই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ