মোটরসাইকেল-ইজিবাইকের কারণে দেশে দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি এবং মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন তিনটি সেতুর উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সড়ক দুর্ঘটনার এই তথ্য তুলে ধরে ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইস্যু। বিশ্বব্যাংকও এ ব্যাপারে খুব সতর্ক। তাই জীবনের নিরাপত্তা তো বটেই, দেশের স্বার্থেও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হবে। এ ব্যাপারে সবাইকে নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে।
‘বিশেষকরে বলতে হয় মোটরসাইকেল ও ইজিবাইকের কথা, এই দুটোর কারণে গত অর্থবছরের চেয়ে এ বছর সড়ক দুর্ঘটনা ৪০ ভাগ বেড়ে গেছে।’ বলেন ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারের উন্নয়নযজ্ঞ চলমান। ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরির প্রয়োজন হবে না। কারণ ওই অঞ্চলের সবগুলো সেতুর নির্মাণ কাজ শেষ। পদ্মা সেতুও চালু হয়ে যাবে খুব শিগগির। এছাড়া আগামী অর্থবছরে শেষ হবে গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ