ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভাঙ্গা-যশোর রেলপথের কাজ শেষ হবে আগামী জুনে : রেলমন্ত্রী

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৩, ১৮:৪৬

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ ও রেলস্টেশনের নির্মাণকাজ আগামী বছরের জুনের মধ্যেই শেষ হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে নড়াইল জেলার লোহাগড়া পর্যন্ত নতুন নির্মিত রেলপথ এবং নির্মাণাধীন রেলওয়ে স্টেশনগুলো পরিদর্শনকালে এসব কথা বলেন।

এর আগে একটি গ্যাংকারে চড়ে রেলমন্ত্রী নির্মাণাধীন ভাঙ্গা, মুকসুদপুর ও লোহাগড়া রেল স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে অবকাঠামো নির্মাণের পরামর্শ দেন।

রেলপথ মন্ত্রী জানান, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ এবং রেলস্টেশনগুলো আগামী বছরের জুনের মধ্যে কার্যক্রম শেষ হবে। বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করেছে, তা জনগণ জানে এবং তারা প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন।

নির্মাণকাজ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন পদ্মা রেলসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল হাসান, ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল শামস, সিএসসির ডেপুটি কো-অর্ডিনেটর বিগ্রেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম ফয়সালসহ অনেকেই।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ