দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ ও ৮ আসনে নৌকার মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছেন সাঈদ খোকন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় তিনি ফরম জমা দেন।
এর আগে শনিবার (১৮ নভেম্বর) মনোনয়ন বিক্রির প্রথম দিনেই সাঈদ খোকন দুই আসন থেকে ফরম সংগ্রহ করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি ঢাকার মেয়ের ছিলাম, আমার বাবাও মেয়র ছিলেন। আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি আমার সাধ্যমতো নৌকার বিজয় নিয়ে আসার চেষ্টা করব।
তিনি বলেন, আমি যখন মেয়র ছিলাম তখন মানুষের উন্নয়নে কাজ করেছি। তাই আমার বিশ্বাস মনোনয়ন পেলে মানুষ আমাকে ভোট দেবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ