ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টি শেষে সারাদেশে শীতের তীব্রতা বাড়তে পারে

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২৩, ১৮:৫৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৩, ১৯:০১

ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এখন দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পটুয়াখালী ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। ‌‘ঘূর্ণিঝড় ‘মিধিলি’ পার হয়ে গেলে ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে। আর বৃষ্টি শেষে সারাদেশে শীতের তীব্রতা বাড়তে পারে।

শুক্রবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান।

ঘূর্ণিঝড় সংক্রান্ত ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানায়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সারাদেশে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়তে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ