ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ১০ দিনে হাসপাতালে ৩২০০ রোগী

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭

করোনার পাশাপাশি ডেঙ্গু এখন বড় চ্যালেঞ্জ। সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ৩০১ জন নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে তিন হাজার ২০০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এইডিস মশাবাহিত এ রোগে সেপ্টেম্বর মাসে প্রাণ গেছে ৮ জনের।

গত অগাস্ট মাসে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছিল। আর এ রোগে মৃত্যু হয়েছিল ৩৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত সোয়া দুই মাসেই ৫৪ জন মারা গেছেন ডেঙ্গুতে।

অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আরও ৩০১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগের দিন শুক্রবার ২৪৮ জনের ভর্তির খবর দিয়েছিল অধিদপ্তর।

সেই হিসাবে শুক্রবারের তুলনায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। তবে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৫৩ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এইডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৭১ জন।

তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর হাসপাতালে মোট চিকিৎসা নিতে এসেছেন ১৩ হাজার ৫৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ হাজার ২৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ