ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩০

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামীকাল রোববার থেকে এসব দেশের নাগরিকরা পুনরায় আমিরাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

গতকাল শুক্রবার এ তথ্য জানা গেছে।

শুক্রবার এক ঘোষণায় আমিরাত সরকার জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত কোভিড প্রতিষেধক দুই ডোজ টিকা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৪ দেশের নাগরিক। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং আফগানিস্তান।

দুবাইয়ে আগামী ১ অক্টোবর থেকে এক্সপো ওয়ার্ল্ড ফেয়ার ২০২০ শুরুর কথা রয়েছে। এই মেলায় অংশ নিতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। করোনা মহামারির কারণে বিলম্ব হয়। এক্সপো ২০২০ ওয়ার্ল্ড ফেয়ার দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ