ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির মহানগর কমিটির নতুন সিদ্ধান্ত

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২১, ০৩:১২

নতুন নির্বাচন কমিশন গঠন ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঢাকার দুই মহানগরের নেতৃত্বের দিকে জোরালো নজর দিয়েছে বিএনপির হাইকমান্ড। উত্তর এবং দক্ষিণের আহ্বায়ক কমিটিকে আগামী ডিসেম্বরের আগেই তৃণমূল পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মহানগর উত্তরের নেতাদের প্রথম স্কাইপে বৈঠক হয়। একইভাবে বুধবার রাতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। রুদ্ধদ্বার ওই বৈঠকে উত্তর ও দক্ষিণে ৮টি সাংগঠনিক টিম গঠন করা হয়। প্রতিটি টিমের দায়িত্বে একজন যুগ্ম আহ্বায়ককে রাখা হয়েছে। মহানগর বিএনপির সূত্র জানিয়েছে এমন তথ্য।

জানা যায়, অঞ্চলভিত্তিক তাদের দায়িত্বও বণ্টন করে দেয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগরের সব ওয়ার্ড কমিটি ভেঙে দেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে থানা কমিটি পুনর্গঠনের নির্দেশ দেয়া হয়েছে এবং মহানগরীর মূল কমিটির নেতারা থানা কমিটিতে থাকতে পারবেন না বলে নির্দেশ দেয়া হয়েছে।

মহানগর উত্তর বিএনপির ৮টি সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্তরা হলেনÑ মিরপুর অঞ্চলে আনোয়ারুজ্জামান আনোয়ার, গুলশান অঞ্চলে আতিকুল ইসলাম মতিন, বাড্ডা অঞ্চলে মোস্তাফিজুর রহমান সেগুন, উত্তরা পশ্চিম অঞ্চলে ফেরদৌসী আহমেদ মিষ্টি, উত্তরা পূর্ব অঞ্চলে আতাউর রহমান (চেয়ারম্যান), মোহাম্মদপুর অঞ্চলে মোয়াজ্জেম হোসেন মতি, তেজগাঁও অঞ্চলে আক্তার হোসেন এবং পল্লবী অঞ্চলে গোলাম মোস্তফা।

মহানগর দক্ষিণ বিএনপির ৮টি সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্তরা হলেনÑ মুগদা, শাহজাহানপুর ও পল্টন এলাকায় নবীউল্লাহ নবী; শাহবাগ, রমনা, নিউমার্কেট এলাকায় ইউনুস মৃধা; মতিঝিল, সবুজবাগ ও খিলগাঁও এলাকায় আব্দুস সাত্তার; ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ এলাকায় মোশারফ হোসেন খোকন; লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর এলাকায় তানভীর আহমেদ রবীন; সূত্রাপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি এলাকায় আ ন ম সাইফুল ইসলাম; ওয়ারী, বংশাল এলাকায় হারুন উর রশিদ হারুন; ডেমরা, শ্যামপুর, কদমতলী এলাকায় টিম প্রধান হয়েছেন লিটন মাহমুদ। এসব টিম সমন্বয় করবেন সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব।

মহানগর উত্তর ও দক্ষিণের দফতর সূত্র জানায়, ঢাকা মহানগর উত্তরে বিএনপির ২৫টি থানা এবং ৫৮টি ওয়ার্ড শাখা রয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৭৫টি ওয়ার্ড শাখা রয়েছে। ২০১৮ সালের ৪ জুন উত্তরের অধীন ২৫টি থানা এবং ৫৮টি ওয়ার্ডে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। দক্ষিণে ২০টি থানা এবং ১৪টি ওয়ার্ডে আংশিক কমিটি ঘোষণা করা হয়। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর দক্ষিণ বিএনপির ৭৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

দীর্ঘদিন পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কারণে ওয়ার্ড ও থানা কমিটি নতুন করে গঠনের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

হাইকমান্ডের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে দিনব্যাপী কয়েকটি বৈঠক করেছেন ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটির নেতারা। এদিন সকাল থেকেই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দল, জিয়া পরিষদসহ দশটি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।

আমিনুল হক বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির ম্যারাথন সভা ছিল। যুবদল, ছাত্রদলসহ ১০টি সংগঠনের সঙ্গে সংগঠন শক্তিশালী এবং যুগপৎ আন্দোলনের লক্ষ্যে মতবিনিময় হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ