ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা আসছে

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২৩, ১৪:২১

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণী ষষ্ঠ সভা শেষ হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা দেড়টার দিকে সভা শেষ হলেও এখনও মজুরি ঘোষণা করা হয়নি।

সভাশেষ নূন্যতমজুরি বোর্ড থেকে জানানো হয়েছে, বেলা আড়াইটায় শ্রম মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ডের সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সেখানে আগামী পাঁচ বছরের জন্য শ্রমিকদের মজুরি কত হবে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের এক ঘন্টা ২০ মিনিট পর বেলা ১২টা ২০ মিনিটে সভাটি শুরু হয়।

এসময় শ্রমিক পক্ষের প্রতিনিধি জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, মালিকপক্ষের প্রতিনিধ বিজিএমইএয়ের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ