ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গভীর রাতে গোরস্থানে গিয়ে শামীম ওসমানের অঝোরে কান্না

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩২

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান গভীর রাতে গোরস্থানে গিয়ে অঝোরে কাঁদতে দেখা গেছে তাকে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার গোরস্থানে। এ সময় ছবি তুলতে গেলে ইশারায় নিষেধ করেছেন তিনি।

জানা গেছে, শামীম ওসমানের পরিবারের প্রায় সব পূর্বপুরুষের কবর রয়েছে মাসদাইর এলাকার ওই গোরস্থানে। সেখানে শুয়ে আছেন শামীম ওসমানের দাদা খান সাহেব এম ওসমান আলী ও দাদী জামিলা ওসমান, বাবা আবুল খায়ের মোহাম্মদ সামসুদ্দোহা, মা নাগিনা জোহা এবং বড় ভাই এ কে এম নাসিম ওসমানসহ পরিবারের আরও অনেকে।

সাধারণত দিনের বেলা মাঝে মাঝে সেখানে যান শামীম ওসমান, যখন তার সঙ্গে অনেকেই থাকেন। কিন্তু গভীর রাতে সম্পূর্ণ একা শামীম ওসমানকে সেখানে দেখে চমকে গেছেন গোরস্থানের দায়িত্বে থাকা দুই-একজন। নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বাবা-মার কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অঝোরে কাঁদেন।

গোরস্থান থেকে বেরিয়ে যাওয়ার সময় শামীম ওসমান বলেন, আমি এখানে প্রচারের জন্য আসিনি, একান্তে বাবা-মার কবর জিয়ারত করতে এসেছি। জিয়ারত করতে গিয়ে মানুষের জীবনের পরিণতি ভেবে ভীষণ কান্না পেয়েছিল। আমরা যত কিছুই করি না কেন, এই মাটিতেই একদিন আমাদেরকে ফিরে আসতে হবে। এটাই সবার আসল ঠিকানা।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ