ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

একদিনে হাসপাতালে ২৪৮ ডেঙ্গু রোগী

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১, ২৩:২২

করোনা মহামারির কমতে শুরু করলেও এর মধ্যে বাড়তি উদ্বেগ বাড়াছে ডেঙ্গু জ্বর। প্রতিদিনই সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী। হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে তিনশ’র কাছাকাছি রোগী।

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। নতুন ভর্তি রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৪ জন এবং ঢাকার বাইরে ২৪ জন রোগী। ডেঙ্গুর এ হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সেপ্টেম্বরে প্রথম ৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ২ হাজার ৮৯৯ জন। চলতি মাসের ১০ দিনেই মারা গেছেন ৮ জন। সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি ২৮৯ জনের বেশি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২২১ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪১ জন। অন্যান্য বিভাগে চিকিৎসাধীন আছেন ১৮০ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে সরকারি হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ হাজার ২৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ হাজার ৯৮০ জন। আর চলতি বছরে মারা গেছেন ৫৪ জন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন এবং আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ