ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

মিরপুরে ফের সড়কে ক্ষুব্ধ পোশাক শ্রমিকরা, যান চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২৩, ১১:২৭

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে ফের বিক্ষোভে নামা গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার ত্রিমুখী এই সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কমপক্ষে ১৫টি বাস, ২টি মার্কেট, একটি ব্যাংকের শাখা ও ২টি পোশাক কারখানায় ভাঙচুর করেছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় অর্ধশত শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১০-১৫ জনকে স্থানীয় দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবারের রেস ধরে আজ বুধবার রাজধানীর মিরপুরে আবারও সড়কে অবস্থান নিয়েছে পোশাক শ্রমিকরা। এতে মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাও এ পথে চলতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের ছবি তুলতে এবং ভিডিও করতেও বাধা দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। এ সময় এ এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের। সকাল ১০টার দিকে শ্রমিকরা মিছিল নিয়ে আবার মিরপুর ১০ নম্বর গোল চত্বরের দিকে যায়। গার্মেন্ট শ্রমিক ইমতিয়াজ বলেন, শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে অবস্থান নিয়েছে। এখন তারা সেখানেই জড়ো হবেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ