ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

কাকরাইলের হামলাকারীদের শনাক্ত করা হবে : হারুন অর রশীদ

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২৩, ১৫:৪৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৩

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ডিআইজি হারুন অর রশীদ বলেছেন, বিএনপির যেসব নেতাকর্মী পুলিশের ওপর আক্রমণ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হবে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘বিএনপি যেসব শর্তে অনুমতি নিয়েছিল, দুপুরে পুলিশ ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলায় চালিয়ে তারা সেসব শর্ত ভঙ্গ করেছে। কোনো উসকানি ছাড়াই তারা পুলিশের ওপর হামলা করেছে।’

ডিবি প্রধান বলেন, সমাবেশগুলো নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর আমরা তাদের সরিয়ে দিই। পরে তারা আইডিইবি ভবনে আগুন দেয়, চিফ জাস্টিজের ভবনে ভাঙচুর করে। আমরা সেখান থেকেও তাদের সরিয়ে দিয়েছি।

তিনি বলেন, সরকারি ভবনে, বাসে যারা আগুন দিয়েছেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ডিআইজি হারুন অর রশীদ প্রধান বিচারপতির বাসভবন পরিদর্শন করেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ