ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামে এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও তাকে ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হয়েছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ