ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হতে হবে’

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২৩, ১৮:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভণ্ডামি করছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের বাকস্বাধীনতা, জীবনের নিরাপত্তা, গণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা ও ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবার সম্মিলিত প্রচেষ্টায় অগ্রসর হতে হবে।

শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই জাতীয় সংকট উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ।

আমীর খসরু বলেন, সরকার ভোট চুরির মাধ্যমে আরেকটা বাকশাল করার জন্য আদালতের রায় পরিবর্তন করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করেছে। এ রেজিমের সবাই এই ভোট চুরির প্রকল্পের সঙ্গে জড়িত।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, এখন আমাদের চূড়ান্ত আন্দোলনের সময়। এই অক্টোবর মাসেই আমাদের বিজয়ের সূত্রপাত করতে হবে। আমরা জানি এই আন্দোলনে বাধা আসবে তারপরও আমাদের এগিয়ে যেতে হবে।

সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মু. নিজাম উদ্দিন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ