ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনায় কোন বয়সে কত মৃত্যু?

প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন আরও ৫৮ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ৭৯৪ জন মারা গেলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের আজকের (৯ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ২৬ হাজার ৭৯৪ জনের মধ্যে ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ৩২ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩১৪ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক হাজার ৫০৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার হাজার ৬৬৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আট হাজার ৩৪০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় হাজার ৩০৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন হাজার ১৭৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক হাজার ৬০০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১৬৬ জন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ৭৪ জন।

২৬ হাজার ৭৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ হাজার ৬৬০ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ হাজার ৪১০ জন, রাজশাহী বিভাগের এক হাজার ৯৮৩ জন, খুলনা বিভাগের তিন হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগের ৯১৮ জন, সিলেট বিভাগের এক হাজার ২০৬ জন, রংপুর বিভাগের এক হাজার ৩২৭ জন আর ময়মনসিংহ বিভাগের মারা গেছেন ৮১১ জন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ