ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশনার সময়: ১৯ অক্টোবর ২০২৩, ২১:০৭
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘মন্দা অর্থনীতিতে বিশ্বের কম-বেশি সব দেশেই প্রভাব পড়েছে। সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। এ ছাড়া রবি মৌসুমের ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে রংপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানান কারণে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। তবে সব সংকট কাটিয়ে আগামী বছরের শুরুতেই বাজার স্বাভাবিক হয়ে যাবে।’

টিপু মুনশি বলেন, ‘আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। আলুর দাম নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করছে। তবে বাজারে আগাম আলু এলেই দাম কমে যাবে।’

‘এ ছাড়া পেঁয়াজ আমদানিতে ভারত ৪০ শতাংশ ট্যাক্স বৃদ্ধি করায় ঢাকার বাজারে তা আসার পর ৬০ টাকা থেকে ৬৫ টাকা হয়। যার কারণে গোটা দেশে পেঁয়াজের দাম বেড়েছে। তবে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে,’ যোগ করেন মন্ত্রী।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ