ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শেখ রাসেলের জন্মদিনে মেট্রোরেলে চড়বে পথশিশুরা

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২৩, ১৩:০০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১৩:০৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে পথশিশুদের মেট্রোরেলে ভ্রমণের ব্যবস্থা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

১২ অক্টোবর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন ছিদ্দিক স্বাক্ষরিত এক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, শেখ রাসেল দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার এতিম/পথশিশুদের আগারগাঁও থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এবং বিপরীতক্রমে মেট্রোরেল ভ্রমণের ব্যবস্থা করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) কোম্পানি লিমিটেড পথশিশুদের মেট্রোরেল ভ্রমণের টিকিটের ব্যয় নির্বাহ করবে। উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে এবং বিপরীতক্রমে পথশিশুদের যাতায়াতের ব্যবস্থা করবে বিআরটিসি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ডিএমটিসিএল মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করবে।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ডিএমটিসিএল-এর পক্ষ হতে ১০০টি টি-শার্ট, ১০০টি ক্যাপ ও প্রয়োজনীয় সংখ্যক প্ল্যাকার্ড সরবরাহ করা হবে। ভ্রমণ শেষে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে প্রত্যাবর্তনের সময় পথশিশুদের দুপুরের খাবারের প্যাকেট দেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ