পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মিশরের সীমান্ত দিয়ে ফিলিস্তিনে ত্রাণ সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ইসরায়েল। তারপরও বাংলাদেশ সহায়তার চেষ্টা করছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর বরেন্দ্র গবেষণা যাদুঘর এলাকায় দুই দিনব্যাপী হেরিটেজ ফেস্টিভ্যালে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শাহরিয়ার বলেন, বাংলাদেশ জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের সঙ্গে আছে, থাকবে। পৃথিবীর ক্ষমতাধর দুই একটি দেশ ইসরায়েলকে প্রটেকশন দিচ্ছে। যারা বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করেন, নতুন করে দল গড়েন। তাদের সঙ্গে ইসরায়েলের যোগসাজশ আছে। তারা ইসরায়েলের গোয়েন্দা সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন। এই বিষয়গুলি বাংলাদেশের মানুষদের ভাবতে হবে।
বিদ্যুৎ, পানি, খাদ্য সরবরাহ বন্ধ করে হাসপাতালে বোমা ফেলা চরম অমানবিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যারা বিশ্বে মানবতার দীক্ষা দিয়ে বেড়ান তারা এনিয়ে নীরব। তবে এটা বন্ধ না হলে, এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ।
ফিলিস্তিনের ঘটনায় জাতিসংঘ যে ভূমিকা রেখেছে তা প্রতিষ্ঠানটির মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও জানান শাহরিয়ার আলম।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ