ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

কাউকে চাঁদা না দেওয়ার অনুরোধ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৩, ১১:২০

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষদের নামে কাউকে চাঁদা না দেয়ার অনুরোধ করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। বুধবার (১১ অক্টোবর) একটি সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি।

এ সময় ফিলিস্তিনের মানুষদের জন্য কেউ চাঁদা চাইলে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

তিনি জানান, গাজা ও পশ্চিম তীরের মানুষদের জন্য তহবিল সংগ্রহের জন্য কোনো সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়নি।

রাষ্ট্রদূত এ ধরনের তহবিল সংগ্রহের উদ্যোগ সম্পর্কে সতর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষদের অনুরোধ জানিয়েছেন।

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ