ভোটের আগেই আরেক দফা পদোন্নতি দিচ্ছে সরকার। সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে দেওয়া হবে এ পদোন্নতি। এ তালিকায় রয়েছেন প্রায় ২৫০ জন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল উপসচিব পদে পদোন্নতির যোগ্য অন্যান্য ক্যাডার কর্মকর্তার তালিকা চেয়ে মন্ত্রণালয়গুলোতে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
চিঠিতে বলা হয়, উপসচিব পদে পদোন্নতির যোগ্য বিসিএস ২৯তম ব্যাচ পর্যন্ত যেসব কর্মকর্তা সিনিয়র স্কেল পদে ন্যূনতম পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে অন্যূন ১০ বছর চাকরি পূর্ণ করেছেন, তাদের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে ১০ জনের তালিকা সংযুক্ত ছকে পাঠাতে হবে। এরপর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে তালিকা আসে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তালিকার তথ্যানুযায়ী, ২৯ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের পদোন্নতি যোগ্য কর্মকর্তা রয়েছেন ১৯৯ জন। অন্যান্য ক্যাডার থেকে প্রশাসনের উপসচিব পদে পদোন্নতিযোগ্য আবেদন করেছেন ২৪১ জন কর্মকর্তা। এছাড়াও বিভিন্ন সময়ে পদোন্নতি বঞ্চিত যোগ্য কর্মকর্তা রয়েছেন ৫৪ জন। সব মিলিয়ে ৫৯৪ জন কর্মকর্তা এবারের পদোন্নতির যোগ্য রয়েছেন। এসব কর্মকর্তাদের কর্মজীবনের সব নথিপত্র পর্যালোচনা করতে গত ২৭ সেপ্টেম্বর থেকে বৈঠক শুরু করে এসএসবি।
এরপর চলতি মাসের ১ থেকে ৫ পর্যন্ত বৈঠক করে এসএসবির সদস্যরা। উপসচিব পদোন্নতি চূড়ান্ত হলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির বিষয়ে পর্যালোচনা শুরু হবে বলে জানা গেছে।
মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, তফসিল ঘোষণার আগে উপসচিব পদে পদোন্নতি দেয়া হবে। এ জন্য অনেক দ্রুত মিটিংগুলো হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ