ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

দেশে তিন কোটি ২৭ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগ 

প্রকাশনার সময়: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:২৫
ফাইল ছবি

দেশে এখন পর্যন্ত তিন কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন।

এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ভ্যাকসিন বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৬১ লাখ ৮৯ হাজার ৩২৯ ডোজ ভ্যাকসিন মজুত আছে।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬ হাজার ৯১১ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক জন।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬৪ হাজার ৮৫৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৩৪ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ দেয়া হয়েছে ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪২৭ জনকে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ