পদ্মা ব্যাংকের প্রায় ২৫ কোটি টাকা ঋণ খেলাপি এবং ৭ কোটি টাকার চেক প্রতারণার মামলায় চট্টগ্রামের রয়েল ফিশারিজ লিমিটেডের মালিক ও এমডি মনজুরুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের খুলশি থানা পুলিশ সংশ্লিষ্ট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ তথ্য নিশ্চিত করে খুলশি থানার ওসি মো. শাহিনুজ্জামান জানান, রয়েল ফিশারিজ লিমিটেডের মালিক মনজুরুল আলমের বিরুদ্ধে পদ্মা ব্যাংকের দায়েরকৃত ২৫ কোটি টাকার ঋণ খেলাপির মামলায় আদালতের ওয়ারেন্ট রয়েছে। এছাড়া ৭ কোটি টাকার চেক প্রতারণার অপর একটি মামলায়ও তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালতের পরোয়ানা মূলে বুধবার রাতে মন্জুরুল আলমকে খুলশি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ