রাজধানীসহ সারাদেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগী। আক্রান্তদের মধ্যে শিশুরাই বেশি। চলতি মাসে এডিসবাহিত মশা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে তিনশ’র কাছাকাছি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে।
সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৬ জন। এক দিনের ব্যবধানে রোগী কমেছে ৪০ জন। নতুন ভর্তি রোগীদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২১২ জন এবং ঢাকার বাইরে ৪৪ জন রোগী। ডেঙ্গুর এ হিসাব মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সেপ্টেম্বরে প্রথম ৮ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ২ হাজার ৩৩৪ জন। চলতি মাসের ৮ দিনেই মারা গেছেন ৭ জন। সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি ২৯১ জনের বেশি।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৪২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৮৮ জন। অন্যান্য বিভাগে চিকিৎসাধীন আছেন ১৫৪ জন। নতুন ভর্তিদের মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে ৭৬ জন, বেসরকারি হাসপাতাল ১৩৬ জন এবং এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৪ জন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে সরকারি হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যা ১২ হাজার ৬৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ হাজার ৩৯৫ জন। আর চলতি বছরে মারা গেছেন ৫৩ জন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন এবং আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ