ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

করোনায় আক্রান্ত খন্দকার মাহবুব লাইফ সাপোর্টে

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিলকিস জাহান শিরিন বলেন, উনি করোনায় আক্রান্ত ছিলেন। আক্রান্ত হওয়ার পর থেকেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। দুদিন আগেও উনার শারীরিক অবস্থা ভালো ছিলো। আমি নিয়মিত খোঁজখবর রাখছি, কথা বলছি। আজ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়া উনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে গত ১৬ আগস্ট প্রখ্যাত এ আইনজীবীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও দুবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ