ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

দ্রুত সময়ে করোনার টিকা পাবে বাংলাদেশ : ভারত

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩০

যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে করোনার টিকা বাংলাদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় আজ বুধবার এ কথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতে করোনাভাইরাস প্রতিরোধী টিকার (ভ্যাকসিন) উৎপাদন বেড়েছে। আশা করছি, বাংলাদেশে যেভাবে অক্সিজেন রপ্তানি শুরু হয়েছে, একইভাবে দ্রুত সময়ের মধ্যে টিকা রপ্তানিও শুরু করা হবে।

ট্যুরিস্ট ভিসার বিষয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়টি নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। করোনার মহামারির কারণে অনেক দেশের সঙ্গেই ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। অবশ্য ট্যুরিস্ট ছাড়া অন্যান্য সব ভিসা চালু রয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, বিগত চার মাসে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। এই সময়ে রেলপথের মাধ্যমে বেড়েছে আমদানি-রপ্তানি। এ ছাড়া দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য সড়ক, রেল ও নৌপথ উন্নত করা হচ্ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, কসবা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়ার ওসি মিজানুর রহমান এবং দুই দেশের কর্মকর্তারা এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ