ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

সাগরে ভাসছিল ইলিশবোঝাই ট্রলার!

উদ্ধার করলো কোস্টগার্ড
অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪

গভীর বঙ্গোপসাগরে জেলে বিহীন একটি ইলিশবোঝাই ট্রলার ভাসছে খবরে কোস্টগার্ড গিয়ে সেই ট্রলারটি উদ্ধার করে নিয়ে আসে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ট্রলারটি উদ্ধার করে রাতে সুন্দরবনের দুবলারচর এলাকায় কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ট্রলারটি উদ্ধারের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী।

এফ বি মায়ের দোয়া নামে ওই ট্রলারটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার। ট্রলারের মালিকের নাম দুলাল মিয়া। ওই ট্রলারে থাকা নিখোঁজ জেলেদেরও সন্ধান মেলেছে বলে জানিয়েছেন মোস্তফা চৌধূরী।

তিনি জানান, দক্ষিণের গভীর বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরার পর পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটের উদ্দেশে রওয়ানা করে জেলেরা। এসময় হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। অন্যদিকে, সাগর প্রচুর উত্তাল থাকায় জীবন বাঁচাতে জেলেরা পটুয়াখালীর মহিপুরের একটি মাছ ধরা ট্রলারে উঠে মহিপুর চলে যায়। তারা এখন মহিপুর মৎস্য মালিক সমিতির তত্ত্বাবধানে আছেন।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার মেজবাহ উদ্দিন মুঠোফোনে জানান, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির থেকে তথ্য পেয়ে তারা ট্রলারটি উদ্ধার করেছেন। ভাসমান অবস্থায় থাকায় ঢেউয়ের চাপে ট্রলারের তলা ফেটে গেছে। সাগর উত্তাল থাকায় ট্রলারটি নোঙর করে রাখা হয়েছে। সাগর স্বাভাবিক হলে ট্রলারটি মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির কাছে হস্তান্তর করা হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ