ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পদ্মা সেতুর রেল প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন মন্ত্রী

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৩

দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতুর নিচ দিয়ে রেলপথ বসানোর কাজ দ্রুত শুরু করতে না পারলে একই দিনে সেতুটি দিয়ে সড়ক পরিবহনের সাথে ট্রেন যোগাযোগ সম্ভব হবে না।

এ অবস্থায় রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ প্রকল্পের এলাকা পরিদর্শনে যাচ্ছেন। এছাড়া তিনি জাজিরা প্রান্তে রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্ট (রাস্তা বা রেলপথের জন্য দীর্ঘ সেতু) উদ্বোধন করবেন। মাওয়া অংশে নির্মিত রেলপথও পরিদর্শন করবেন রেলমন্ত্রী।

পদ্মার রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন বলেন, জানুয়ারি থেকে আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে রেলপথ বসানোর কাজ শুরু করতে চাই। এ কারণে আগামী ডিসেম্বরের মধ্যে সেতু বিভাগ থেকে আমাদের রেলপথের অংশটুকু বুঝে নিতে হবে। তা না হলে জুনের মধ্যে সেতু দিয়ে ট্রেন চলাচলে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন সম্ভব নয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ