ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পরীমনির মামলা: ৩ জনের দায় পেয়েছে পুলিশ

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭

ঢাকাই সিনেমার বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলা আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

সোমবার (০৬ সেপ্টেম্বর ) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রতিবেদন জমা দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নাসির উদ্দিন মাহমুদ ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন। তবে অন্য একটি মামলায় তুহিন কারাগারে আছেন।

আসামিদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মামলায় পরীমনি অভিযোগ করেন, গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা করা হয়। তিনি অভিযোগ তোলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে। গত ১৩ জুন নাসির ও তুহিন ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরীমনি। সেদিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই মামলায় আদালতের অনুমতি নিয়ে নাসির ও অমিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাজধানীর বনানী থেকে পরীমনিকে বিদেশী মদসহ গ্রেফতার করে র‍্যাব। ওই মামলায় গত ৩১ আগস্ট জামিন পান আলোচিত এই চিত্রনায়িকা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ