রাজধানীর শ্যামপুর থানাধীন শনির ব্রিজের ঢালে অটোরিকশার ধাক্কায় পানিতে পড়ে সবুজ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা সবুজকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মামা নাসির বলেন, শ্যামপুরের বাসার সামনে শনির ব্রিজের ঢালে ভাগ্নে সবুজ দাঁড়িয়ে ছিল। তখন একটি অটোরিকশা ঢাল দিয়ে নামার সময় ভাগ্নেকে ধাক্কা দিলে সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানান।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, পানিতে পড়া এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ