ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বিমানবন্দরে পিসিআর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২১

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার পিসিআর টেস্টের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শুরু হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকেই এরকম শর্ত দিয়েছে, সেজন্য গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।’

এটা কি পিসিআর টেস্ট?- জানতে চাইলে তিনি বলেন, ‘পিসিআর টেস্ট।’

কবে থেকে চালু হবে? -এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, যত কুইকলি পারে।’

তিনি বলেন, ‘সিভিল এভিয়েশন বলছে, ৪ ঘণ্টার মধ্যে, কেউ বলছে ৬ ঘণ্টার মধ্যে এ টেস্টের রেজাল্ট পাওয়া যাবে।’

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ