ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

২ ঘণ্টার চেষ্টায় নুরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশনার সময়: ০৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৫

ঢাকার কেরানীগঞ্জের নুরু মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা পর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। রাত ১২টা ৪০ মিনিটে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ