বোমা বিস্ফোরণ মামলায় হাজিরা দেওয়ার জন্য আজ রোববার হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তোলা হবে। এজন্য আদালত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
২০১৩ সালে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় বিস্ফোরক মামলাটি করা হয়। ওই মামলার আসামি মাওলানা মামুনুল হক। এর আগে গত শুক্রবার বিকেলে কাশিমপুর কারাগার থেকে তাকে খুলনায় আনা হয়।
কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, কারাগারের মধ্যে মামুনুল হক বিশেষ নজরদারিতে থাকবেন। পাশাপাশি কেএমপি পুলিশ ও র্যাব-৬ এর সদস্যরা কারাগারের বাইরের এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে বেলা ১২টার দিকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাংচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা দায়ের হয়।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ