চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের স্মরণ সভায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ হেফাজুর রহমান (৪৫)। তিনি মৃত খলিলুর রহমানের পুত্র।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘হেফাজুর রহমান মিছিল নিয়ে স্মরণ সভায় এসে কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়। এসময় সহকর্মীরা তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সভা শেষে ভূমিমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতারা হাফিজুর রহমানের বাড়িতে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
হাফিজুর রহমানের মৃত্যুতে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ