রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে শেখেরটেক ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আদাবর থানার এসআই ইকবাল হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহটি সোহরাওয়ার্দী মেডিকেলে ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে শেখেরটেক ৮ নম্বর রোডের বাজারের দুই ব্যবসায়ী গ্রুপের মারামারির একপর্যায়ে আজিজকে ছুরিকাঘাত করা হয়। বাজারের সবজি ব্যবসায়ী অথবা মাছ ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে ঝামেলার কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পুলিশের টিম কাজ করছে। দ্রুতই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ