রাজধানীতে একটি নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ক্যান্টনমেন্ট মানিকদী এলাকায় সকাল ৮টার দিকে তাঁর মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) এসএম আবু রায়হান জানান, সকালে খবর পেয়ে দক্ষিণ মানিকদির স্পেকট্রা ইন্টারন্যাশনাল নির্মাণাধীন ভবনের বাইরের দিকে লোহার রডের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে ভোরে ওই নির্মাণাধীন ভবনের বাইরের অংশে লোহার রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এসআই আরও জানায়, মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মৃত যুবকের পড়নে ছিল পুরান চেক লুঙ্গি ও নীল হাফ হাতা গেঞ্জি।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ