সিলেট-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
এ আসনের সবকটি কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম’র) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। শুক্রবার সন্ধ্যার আগেই সবকটি কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ইভিএম মেশিনসহ ভোটগ্রহণের সকল সরঞ্জাম।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা তিনটি নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র রয়েছে ১৪৯টি।
বিএনপি এ উপনির্বাচন বর্জন করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ৪ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন।
তাদের মধ্যে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক এবং সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ