রাজধানীর মোহাম্মদপুরে পেটে সাইকেলের হ্যান্ডেল ঢুকে আহত রাফিয়া আহসান ঐশী (১২) নামের সেই শিশু মারা গেছে।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক জানান, চিকিৎসাধীন অবস্থায় সকালে শিশুটি মারা গেছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে শিশুটির মা সোনিয়া সুলতানা বলেন, বৃহস্পতিবার দুপুরে বাসায় স্কেটিং সাইকেল চালানোর সময় সাইকেলটির পাইপের হ্যান্ডেল ভেঙে ঐশীর পেটে ঢুকে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সোনিয়া সুলতানা বলেন, রাতেই মেয়েটির অপারেশন হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় আমার মেয়েটি। হাসপাতাল সূত্রে জানা যায়, ঐশী যশোরের বিরামপুর গ্রামের মোহাম্মদ রাশেদের মেয়ে। তার বাবা মেঘনা গ্রুপের এজিএম।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ