ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মামুনুল হককে নেয়া হলো খুলনা কারাগারে

প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৯

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার সকালে তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

সেখানে একটি মামলায় হাজিরার জন্য তাকে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ। তিনি জানান, খুলনার সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে এক মামলা রয়েছে। ২৩ (২) ২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা থাকায় হেফাজতে ইসলামের এই নেতাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ