ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল

প্রকাশনার সময়: ২৯ জুলাই ২০২৩, ১৫:২৭

দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৪ এর আওতাধীন এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোল মোতায়েন জোরদার করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) জনমনে ভীতি দূর করতে বিশেষ রোবাস্ট পেট্রোল মোতায়েনের এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‌্যাব)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযান, খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন সেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাব-৪ এর জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে।

এতে আরও বলা হয়, এলিট বাহিনী হিসেবে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে ও জনগণের সার্বিক নিরাপত্তায় র‍্যাব-৪ এর আওতাধীন এলাকায় জনমনে ভীতি দূর করতে বিশেষ রোবাস্ট পেট্রোল মোতায়েন করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব-৪ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ