ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

আরসার শীর্ষ কমান্ডার গ্রেফতার

প্রকাশনার সময়: ২১ জুলাই ২০২৩, ২৩:১১

আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং বাস্ত্যুচ্যুত মিয়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২১ জুলাই) রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরসার শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং বাস্ত্যুচ্যুত মায়ানমার শরণার্থী ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরসা সন্ত্রাসীদের গ্রেফতারে শামলাপুর-বাহারছড়ার গহীন পাহাড়ি এলাকায় র‍্যাবের অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ