ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বনানী কবরস্থানে দাফন করা হবে পাইলট নওশাদকে

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩০

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আসছে আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ৮টা নাগাদ তাকে বহনকারী বিমানের একটি ফ্লাইট দেশে পৌঁছানোর কথা রয়েছে। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এ তথ্য নিশ্চিত করে গতকাল সন্ধ্যা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ক্যাপ্টেন নওশাদকে দেশে আনার বিষয়ে বেশ কয়েকটি অপশন রাখা হয়েছে।

উল্লেখ্য, মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন নওশাদ।ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর তিন দিন ‘কিংস ওয়ে’ হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গত সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ